জামাইষষ্টীতেও এবার হয়রানির শিকার হতে হবে হাওড়া তারকেশ্বর লাইনের যাত্রীদের
আগামী শনিবার রাত 10:45 থেকে রবিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন বেলা 1:00 পর্যন্ত হাওড়া- তারকেশ্বর লাইনের সমস্ত ট্রেন বাতিল থাকবে । শুক্রবার সন্ধ্যায় তারকেশ্বর রেল স্টেশন থেকে মাইকিং করে জানিয়ে দেয়া হয়। সাথে জানানো হয় ঐদিন তারকেশ্বর থেকে বাহিরখণ্ড এর মাঝে লোকনাথ ব্রীজে কাজ থাকার জন্যে এই সিদ্ধান্ত। কিন্তু এখন প্রশ্ন ঐদিন জামাইষষ্ঠী বাঙ্গালীদের একটি বিশেষ উৎসব, জামাইরা সস্ত্রীক জামাইষষ্ঠী উৎসব পালনে ঐদিন শ্বশুর বাড়ি যায়। এখন প্রশ্ন ঐদিন বেলা 1:00 পর্যন্ত ট্রেন বাতিল থাকলে এই সকল মানুষ কতটা হয়রানি হবে এবং কোন পথে তারা ঐদিন শশুর বাড়ি গিয়ে পৌঁছবে তা এখন লাখ টাকার প্রশ্ন।
পরে আবার জানানো হয় জামাইষষ্ঠী এবং বিশ্ব পরিবেশ দিবস তথা ৫ ই জুন বেলা ২ ঘটিকা পর্যন্ত হাওড়া তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
কয়েকটি স্পেশাল ট্রেন তারকেশ্বর লাইনে চলাচল করলেও তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ
যে সমস্ত স্পেশাল ট্রেনগুলো এদিন চলবে, তার লিস্ট, ভারতীয় রেল হতে প্রাপ্ত তথ্য |
আজ যে ট্রেন গুলি মোটামুটি চলাচল করবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, তার সম্পূর্ণ লিস্ট কোনোরকম পরিবর্তন করা হয়নি, তা সকলের সামনে তুলে ধরা হল। |
বিভিন্নরকম তথ্য জানতে এবং যেকোনোরকম বিজ্ঞাপন স্আল্প খরচে "খবর দিনভোর" নিউজ পোর্টালে দিতে হলে আজই যোগাযোগ করুন 9163016778 এ ফোন কিংবা হোটাসএপে।
অনেক পুরুষ ও মহিলা দরকার, জলদি ফোনে যোগাযোগ করুন |
Comments
Post a Comment