পোলবায় পালিত হল ১৬৮ তম হূল দিবস




সুফল চন্দ, পোলবা, ৩০জুন ২০২২ : ৩ জুন বৃহস্পতিবার হুগলি জেলার পোলবাতে বীর শহীদ সিধু কানু স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়। 


হুগলি জেলা পোলবা তে সিধু কানু খেরওয়াল আশ্রম এর উদ্যোগে সিধু কানু স্মরণোৎসব। উপস্থিত ছিলেন সেক্রেটারি সুদাম মূর্মু, সোনারাম হেমব্রাম, নরেন সোরেন এবং উপদেশটা কমিটিতে আছেন ভীম হেমব্রাম, রবীন্দ্রনাথ মূর্মু।


প্রতিবছরের মতন এই বছরেও সিধু কানু স্মরণে এই হুল দিবস পালন করা হয়। জানা যায় ১৯৮০ সাল থেকে  এই উৎসব পালিত হচ্ছে।

 

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম