দীঘার সমুদ্রে আবার দুর্ঘটনা !ডুবে গেল ফিশিং বোট, সাঁতার কেটে রক্ষা পেল সাতটি প্রাণ




দীঘার সমুদ্রে আবার দুর্ঘটনা !ডুবে গেল ফিশিং বোট, সাঁতার কেটে রক্ষা পেল  সাতটি প্রাণ




দীঘা মোহনার বিশ্বভারতী ফিসিং বোট আজ সকালে মৎস্য শিকারে বেরিয়ে মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ডুবে  যাওয়ার সময় বোটে থাকা সাত জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে  সাঁতার কেটে পাড়ের দিকে আসার সময় অন্য একটি ফিশিং বোটের  মৎস্যজীবীরা তাদের দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দীঘা মোহনায় নিয়ে আসে। বিশ্বভারতী ফিসিং বোটের মালিক খেজুরির বাসিন্দা শ্রীকান্ত আড়ি বলেন বোট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কর্মীরা সবাই সুস্থভাবে ফিরে এসেছে। বিশ্বভারতী বোটের মাঝি আস্তিক আড়ি সহ অন্যান্য মৎস্যজীবীরা হলেন   শংকর আড়ি, বাপন পাত্র ,সুশান্ত ঘোড়াই, সন্তোষ কড়া, সুশান্ত প্রামাণিক, সুশান্ত মন্ডল

 

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*