হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব নিলেন অমিত পি জাওয়ালগি
সৌরভ আদক, চুঁচূড়া : প্রথম দিনেই নবনিযুক্ত চন্দননগর পুলিশ কমিশনার নিচতলায় কর্মীদের মন জয় করেন।ট্রাফিক পুলিশ কর্মীরা দুপুরের খাবার খেয়েছেন কি না তা জানতে তিনি নিরাপদ অভিযানে অংশ নিতে এসেছিলেন। তিনি ট্রাফিক ইন্সপেক্টরকে টিফিনের ব্যবস্থা করতে নির্দেশ দেন। তার পক্ষে সমাবেশে আসা ট্রাফিক কর্মীরা জানান, নতুন সিপি খুবই ভালো।
গতকাল চন্দননগরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অমিত পি জাওয়ালগি। আজ কমিশনারেট এলাকার থানা ও ফাঁড়ি পরিদর্শন করেন ডিসিপি ট্রাফিক পিনাকী রঞ্জন দাস, এসিপি ট্রাফিক-১ শুভঙ্কর বিশ্বাস ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাও।
সিপি চন্দননগরে বৈঠকের প্রথম দিনেই ট্রাফিক কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোদে কাজ করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি কতটা নিয়ম-কানুন জানেন তার পরীক্ষাও নেন।
ওই সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশদের জন্য সিপি অবিলম্বে টিআইকে তাদের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন। ডিসি ট্রাফিক বলেন, হেলমেট ছাড়া বাইক চালানোদের সচেতন করা হচ্ছে।সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলতে বলা হচ্ছে।
Comments
Post a Comment