"ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও" কর্মসূচি হল শ্রীরামপুরে
সুফল চন্দ, শ্রীরামপুর, বৃহস্পতিবার,১৪ জুলাই২০২২:
বৃহস্পতিবার হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর শহরের বটতলায় এ আই বি ও সি উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে "ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও" কর্মসূচি করা হলো।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ও রিষড়া ব্রাঞ্চের কর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায় এই কর্মসূচি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে করা হয়। হাওড়া থেকে শুরু করে হুগলির বিভিন্ন প্রান্তে এক অভিনব পদ্ধতিতে এই কর্মসূচি হয়ে আসছে। এই অভিনব পদ্ধতিটা হলো বাসে করে সেই কর্মীরা কর্মসূচি করে চলছে।
তাদের এই কর্মসূচি করার একমাত্র কারণ হিসেবে তারা মনে করেন আগামী ১৯ শে জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস। এই ব্যাংক জাতীয়করণ দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেন আগামী অধিবেশনে ব্যাংকিং বিল পেশ করতে চলেছে, তাতে ব্যাংকিং ব্যবস্থা কতিপয় কিছু শিল্পপতি লুটেরাদের হাতে চলে যাবে, এর বিরুদ্ধেই বৃহস্পতিবারে এ আই বি ও সি এই কর্মসূচি করে।
এ আই বি ও সি পক্ষ থেকে ১৯শে জুলাই এর প্রাক্কালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মোট ২৩ টি জেলায় বাসযাত্রা শুরু করা হয়েছে। ২৩ টি জেলায় বাস যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে এই নীতি তার থেকে সাধারণ মানুষকে সজাগ করার কথা বলা হয়েছে।
Comments
Post a Comment