SUCI(C) পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহ পালন


 

সুফল চন্দ, শ্রীরামপুর, ০৪/০৭/২০২২


সোমবার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন স্থানে SUCI এর পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করার আহবান করা হলো। এক থেকে ৭ জুলাই প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দেয় SUCI। 


SUCI এর ডাকা প্রতিবাদ সপ্তাহের মূল বিষয় ছিল SSC, TET দুর্নীতি ও অগ্নিপথ প্রকল্প সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি বিরুদ্ধে ডাক এবং এসইউসিআই ( কমিউনিস্ট) দলের শান্তিপূর্ণ গন আইন অমান্যের ওপর নৃশংস বর্বরতার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ। SUCI এর শাখার সদস্যরা এই " প্রতিবাদ সপ্তাহ" তে উপস্থিত ছিল।




Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম