২১ শে জুলাই এর আগে মুখ্যমন্ত্রীর বার্তা


 

বার্তায় মমতা বলেছেন, ''আগামিকাল আমাদের ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছেঐতিহাসিক এবং স্মরণীয় দিন।এই দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। জড়িত মা মাটি মানুষ। আমাদের শহিদ তর্পণ— মা মাটি মানুষকে উত্‍সর্গ করা।সবটাই আমরা ২১ জুলাইকে ঘিরে করি।''

২১ জুলাইয়ের সমাবেশের দিন ঝড়-বৃষ্টি হয় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তিনি বলেছেন,''যদিও এই সময়টায় আবহাওয়াটা ভাল থাকে না। প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়। তার মধ্যে আমাদের লাখো লাখো কর্মী সমাবেশে এসে উপস্থিত হন নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন।''

কলকাতামুখী কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মমতা বলেন,''আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণ ভাবে নিজেরা নিজেদের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আসুন। গাড়িতে যাঁরা আসবেন, তাঁরা হুড়োহুড়ি করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাড়াতাড়ি করতে গিয়ে। মানুষের প্রাণ বাঁচে। মানুষকে সাহায্য করার জন্য সবাইকে সর্তক করছি। যাঁরা দূরদূরান্ত থেকে আসবেন, তাঁরা যতক্ষণ বাড়ি না যাবেন, তাদেরকে সকলে সহযোগিতা করবেন।''

মমতা বলেছেন,''সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন জগতের সবার কাছে প্রার্থনা করব, আসুন সবাই ২১ জুলাইকে প্রত্যক্ষ করি। ২১ জুলাই সমাবেশ, ২১ মানেই আন্দোলন, ২১ মানেই ভাষা, ২১ মানেই পথের স্বপ্ন, ২১ মানেই দিশা। ২১ আনে নতুন ভোর, ২১ আমাদের মনের জোর। ২১ ফিরে আসুক বার বার। আসুন আবার ২১ জুলাইকে ফিরে দেখি আবার।''





Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম