প্রথম দিনেই ভক্তদের ভিড় মাহেশ মাসির বাড়িতে

 





সুফল চন্দ,  শ্রীরামপুর, হুগলী, ২ জুলাই ২০২২ : ৬২৬ বছরে পালিত হলো রথযাত্রা উৎসব। গত শুক্রবার মাহেশ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রথে করে জগন্নাথ দেব এবং তার পরিবার মাসির বাড়িতে আসলেন। শনিবার ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিপত্তারিণী পুজো করতে আসে দূর দূরান্ত থেকে ভক্তেরা। এদিন জগন্নাথ দেবের মাসির বাড়িতে বিপত্তারিণী পূজার সাথে সাথে চলে জগন্নাথ দেবেরও পুজো। 



দূর দুরান্ত থেকে ভক্তরা মাসির বাড়িতে এসে বিপত্তারিণী পুজো দেন। আবার রথযাত্রা এবং আবার সেই পুজো এই নিয়ে আনন্দে মেতে উঠেছে ভক্তরা। মঙ্গলবার এবং শনিবার এই দুই দিন ভক্তরা বিপত্তারিনী দেবী কে পুজো দিতে আসেন।



আজ মঙ্গলবার তাই বিপত্তারিণী দেবীকে উদ্দেশ্য করেই দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে পুজো দেন।।



Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*