জনহিতকর কর্মকান্ডে পরিচিত মুখ সাংসদ অপরূপা


 
নিজস্ব প্রতিনিধি,  আরামবাগ, পুরশুড়া :  আরামবাগ লোকসভার অন্তর্গত পুরশুড়া ও আরামবাগ বিধানসভায় বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসংযোগমূলক কার্যক্রমের কিছু আলোকচিত্র তুলে ধরা হল 'খবর দিনভোর' সংবাদমাধ্যমের ডিজিটাল প্লার্টফর্মে


১. পুরশুড়া বিধানসভা কেন্দ্রের শ্যামপুর অঞ্চলে ঘোলদিগরুই গ্রামে বটতলা সংলগ্ন এলাকায় মহৎ রক্তদান শিবির অনুষ্ঠানে।



 অমর একুশে জুলাই'কে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নজরকাড়া ভূমিকা নিয়েছে।




২. আরামবাগ রবীন্দ্রভবনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আলোচনা সভায়।



 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাবনায়- গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রাম-বাংলার প্রতিটি কোনাতে রাজ্য সরকারের জনদরদী প্রকল্পগুলির সার্থক বাস্তবায়নই আমাদের লক্ষ্য।



উক্ত দুটি সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ মহাশয়।



এছাড়াও আরামবাগের বিক্রমপুরে মায়ের মন্দিরে সমগ্র মানবজাতির কল্যাণার্থে পূজা প্রদান ও প্রার্থনারত সাংসদ অপরূপা পোদ্দার। 




Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*