Say 'No' plastic বিষয়ে সচেতনতা, উপস্থিত DLSA সেক্রেটারি শর্মিষ্ঠা ঘোষ







সুফল চন্দ, শ্রীরামপুর, ২৮শে জুলাই ২০২২: 


২৮ এ জুলাই বৃহস্পতিবার শ্রীরামপুরের রবীন্দ্র ভবনে Say 'No' plastic বিষয়ে সচেতনতা অনুষ্ঠান করা হলো।


Say 'No' plastic সচেতনতার এই অনুষ্ঠানটি District Legal Services Authority, Hooghly এর পক্ষ থেকে শ্রীরামপুর পৌরসভা এবং সংকল্প টুডে যৌথভাবে শ্রীরামপুরের রবীন্দ্র ভবনে করা হলো। এই সচেতনতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DLSA সেক্রেটারি শর্মিষ্ঠা ঘোষ, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা, উপ পৌর প্রশাসক উত্তম নাগ, সিআইসি সদস্য গৌর মোহন দে, তিয়াসা মুখার্জি, পিন্টু নাগ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দরা, বিভিন্ন পুজো কমিটি ও ব্যবসায়ীক সমিতি।


গত দীর্ঘ এক মাস ব্যাপী পৌরসভা প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার না করার আহ্বান সাধারণ মানুষের কাছে করেছিল। এখন অনেকাংশেই এই ব্যবহার কমেছে। প্লাস্টিক এবং থার্মোকলের জিনিসপত্র ব্যবহার করায় তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক ক্ষতিকারক সময় হতে পারে, তাই পৌরসভা তা ব্যবহার না করা আর্জি করে সাধারণ মানুষের কাছে। সামনেই দুর্গাপুজো, এই সময়ে কোনো পূজা মণ্ডপে যাতে প্লাস্টিক বা থার্মোকলের কোন বস্তু বা দ্রব্য যাতে ব্যবহার না করে সেই বিষয়ে এক সচেতনতা করা হলো।  এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত পূজা মন্ডপের মেম্বারদের উদ্দেশ্যে স্পষ্টতই কোন প্রকার প্লাস্টিক বা থার্মোকলের কোন কিছু যাতে ব্যবহার না করে সেই বিষয়ে বার্তা দিয়ে দেওয়া হয়। এই সচেতনতার অনুষ্ঠানে একটি নাটক হয় যেখানে প্লাস্টিক ব্যবহারের ক্ষয়ক্ষতি কতটা তা বলা হয় এবং তার সাথে সাথে আগামী প্রজন্মের কথা মাথায় রেখেই প্লাস্টিক ব্যবহার না করার বার্তা দেওয়া হয়।


 

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*