শ্রাবণী মেলার জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন ঘাটে







শ্রাবণী মেলা জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন ঘাটে



সুফল চন্দ, রবিবার,হুগলি ১৭ই জুলাই ২০২২:


আগামী সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার। হিন্দু ধর্মের মানুষরা মনে করেন সোমবার হল বাবা মহাদেবের বার। এদিন হিন্দু ধর্মাবলিক মানুষেরা মহাদেবের আলোচনা করেন। 


গত দু বছরে বন্ধ হয়েছিল করোনার জেরে বিভিন্ন ধরনের ধর্মানুষ্ঠান। ২০২২ এ করোনার জের কাটতেই শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান। বাঙালির আবেগপ্রবণ উৎসব রথযাত্রা যেটা নির্বিঘ্নে সম্পন্ন হল। এইবার মানুষেরা মেতেছে শ্রাবণী মেলা উৎসবে। এদিন বিভিন্ন ঘাট থেকে স্নান করে মানুষেরা ঘটিতে জল নিয়ে বাবা মহাদেবের মাথায় ঢালার জন্য অগ্রসর হয় বাবার ধাম তারকেশ্বরে।


গত দু বছরে করোনা পরিস্থিতির কারণে এই উৎসব বন্ধ ছিল। করোনা পরিস্থিতি ঠিক হতেই বিভিন্ন ঘাটে ভক্তেরা স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য ঘটি করে জল নিয়ে যায়। সেদিন বিভিন্ন ঘাটে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর।


পুলিশ প্রশাসন থেকে শুরু করে বৈদ্যবাটি পৌরসভা ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কাজ শুরু করেছে। এদিন বিভিন্ন ঘাটে দেখা যায় মাইকিং ব্যবস্থা, দেখা যায় পুলিশের ক্যাম্প সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছে পৌরসভা। যারা ঘাটে স্নান করতে আসছেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এইসব ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বৈদ্যবাটি পৌরসভা। 


বিভিন্ন জায়গায় পুলিশি ব্যবস্থাকে সচল করে রাখা হয়েছে। বিভিন্ন ঘাট থেকে শুরু করে রাস্তাঘাটে অগণিত ভক্তের আগমন ঘটে। যানবাহনের কারণে যাতে কোন যানজট তৈরি না হয় সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে। 


দূর দুরান্ত থেকে ভক্তরা বিভিন্ন ঘাটে স্নান করে তারকেশ্বরের দিকে অগ্রসর হয়। আজ রবিবার যে পরিমাণে ভিড় হয়েছে তাতে প্রশাসনিক ব্যবস্থাকে আরো কঠোর করা হয়েছে।



এই বিষয়কে কেন্দ্র করে বৈদ্যবাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইঙ্গিত দেন যে পরিস্থিতিতে ভক্তদের আগমন ঘটেছে এবং ভীর হয়েছে তাতে আরো কঠোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে।

 

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*