নিজের মন্দিরে আসলেন জগন্নাথ দেব
সুফল, শ্রীরামপুর, রবিবার, ১০ জুলাই ২০২২ :
শনিবার উল্টো রথযাত্রা'র ( Ulto Ratha Yatra) মাধ্যমে জগন্নাথ দেব (Jagannath Dev) ও তার পরিবার গুণ্ডিচা বাড়ি থেকে নিজের শ্রীমন্দিরে প্রবেশ করলেন। ৬২৬ বছরে পড়ল মহেশ রথযাত্রা ( Mahesh RathavYatra) উৎসব। শনিবার (Saturday) উল্টো রথের মাধ্যমেই এই রথযাত্রা উৎসব সমাপ্ত হলো কিন্তু মেলা এখনো বেশ কয়েকদিন থাকবে।
মায়ের মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব (Jagannath Dev) নিজের মন্দিরে রথে চেপে তার পরিবারের সঙ্গে নগর ভ্রমণের মাধ্যমে নিজের মন্দিরে আসলেন। অগণিত ভক্তবৃন্দেরা তার এই রথের মাধ্যমে আশা নিজের বাড়িতে এই দৃশ্যটি উপভোগ করলেন।
এ'দিন পুলিশ প্রশাসন ছিল তৎপর। বিভিন্ন ড্রোনের (Drone) মাধ্যমে নজরদারি করা হলো। জগন্নাথ দেব সমেত বলভদ্র এবং সুভদ্র মাতা কে একে একে মন্দিরে উপবিষ্ট করানো হলো। এই দৃশ্যটি দেখার জন্য অসংখ্য ভক্তবৃন্দরা উপস্থিত হয় জগন্নাথ মন্দিরে। এই দিন ভিড় ছিল চোখে পড়ার মতো।
Comments
Post a Comment