ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে তাক লাগালেন শ্রীরামপুর নিবাসী প্রভাস আচার্য


 




ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে তাক লাগালেন শ্রীরামপুর নিবাসী প্রভাস আচার্য


দারিদ্রতা হারাতে পারেনি, শ্রীরামপুরের নিবাসী প্রভাস আচার্যকে। ঘরের ভেতর ইলেকট্রিক লোকাল ট্রেন তৈরি করে তাক লাগালেন প্রভাস বাবু। ছোটবেলাত থেকেই তার ইচ্ছে ছিল "লোকো পাইলট" হওয়ার, কিন্তু আর্থিক অবস্থা স্বচ্ছ না থাকায় তার ইচ্ছা পূরণ হয়নি। 


পৌরহিত করেই চলে তার জীবন সংগ্রাম এবং সংসার। ইচ্ছা থাকলেই যে উপায় হয় তা প্রমাণ করলেন প্রভাস বাবু। আর্থিক অবস্থা দিক থেকে স্বচ্ছল না থাকলেও তার ইচ্ছা নিজেই পূরণ করলে ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে।  তার এই মডেল লোকাল ইলেকট্রনিক ট্রেনটিকে দেখলে সত্যিই আশ্চর্য বলে মনে হয় কারণ হুবহু বাস্তবে লোকাল ট্রেনের মত। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এই কীর্তি ছড়াছড়ি হলে বিভিন্ন সংবাদ মাধ্যম তার এই কৃতিত্ব পরিবেশন করে। প্রায় অনেক বছর ধরেই এই লোকাল ট্রেন বানানোর চেষ্টা চালালে সম্পূর্ণ হয় কিছুদিন আগে। 

প্রবাস বাবুর এই চিন্তা ধারাটি বড় হলেও আর্থিক অবস্থার জন্য খুব একটা হচ্ছে  না। কিন্তু তিনি জানান তার এই আর্থিক কারণ কখনোই তার স্বপ্নকে ভাঙতে দেবে।




Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*