বাবা বেকারেশ্বরের অলৌকিক ঘটনা
খবর দিনভোর নিউজ ডেস্ক, হিন্দমোটর, হুগলী, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ :
কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আস্থা এমন একটা কথা যেখানে বিশ্বাসটা এসেই যায়। ভারত বর্ষ এমন একটা দেশ যেখানে সর্ব ধর্ম সমন্বয়ভাবে বসবাস করছে। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ বলা যায় সারা দেশে আছে। মানুষের জীবনে যখনই কোন বিপদ আসে তখনই তারা মনে করে তাদের পূর্বপুরুষের কথা অর্থাৎ সেটা হল ভগবানের উপর বিশ্বাস রাখার কথা। বিজ্ঞানের যুগেও মানুষের আস্থা ভগবান অর্থাৎ পরমেশ্বর এর উপর আজও সমানভাবে মানুষের মধ্যে আছে। তার একটা উদাহরণ দিতে গিয়ে যে ঘটনার কথা উঠে আসে সেটা আশ্চর্যজনক আর সেটা হল হুগলি জেলার হিন্দমোটরের বাবা বেকারেরস্বরের কথা।
আজ থেকে প্রায় ৫০ বা ৬০ বছর আগেকারের ঘটনা।হিন্দমোটরের স্থানীয় কিছু যুবক গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় খুঁজে পান ভগবান শিবের একটি পাথর, সেটি ভূপেন্দ্রস্মৃতি প্রাথমিক স্কুল সংলগ্ন একটি বটগাছের নিচে স্থাপন করে একটি মন্দির করে এবং তার নাম দেয় বাবা বেকারেশরের মন্দির। তারা পরে সেখানে একটি চায়ের দোকান করে কিন্তু তারা পালাবদল করে চালাবে তবে কেউ চাকরি পেলে সেই দোকান ছেড়ে দিতে হবে এইটা ছিল তাদের শর্ত।
পরবর্তী সময়ে দেখা যায় চায়ের দোকান চালক বেকার যুবকরা বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত হতে থাকে। কেউ কেউ আবার সরকারি ব্যাংকের উচ্চপদস্থ পদে চাকরি পায়। এইভাবে দেখা যায় এই দোকান যারাই চালায় তারা ভালো ভালো জায়গায় এবং পদে প্রতিষ্ঠিত হতে থাকে।
এই ভাবেই ধীরে ধীরে হিন্দমোটরে গড়ে ওঠা বাবা বেকারেরশ্বরের কীর্তি ছড়াতে থাকে এবং বেকার যুবকদের আস্থা এই নতুন ভগবানের উপর বাড়তে থাকে।
Comments
Post a Comment