মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব পেয়েই কাজে তৎপর কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না


 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব পেয়েই কাজে তৎপর কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেওয়ালীর মধ্যে কলকাতার নিউটাউন এ ৬তলা শীততাপ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মানের পূর্বাঞ্চলের এই প্রথম জৈব সারে উৎপাদিত ফসল নিয়ে #জৈব_হাট চালু হতে চলেছে। ১৭ কোটি টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই জৈব হাটে থাকবে চলমান সিঁড়ি, জৈব সারে উৎপাদিত ফসলের শীততাপ নিয়ন্ত্রিত ১৬টি কাউন্টার, জৈব সারে উৎপাদিত ফসল কিনা না? জন্য তার জন্য থাকছে আধুনিক ল্যাবরটরি, জৈবসারে উৎপাদিত খাদ্য সামগ্রীতে তৈরি  ফুড কোড এর মত রেস্টুরেন্ট। এছাড়াও হোম ডেলিভারির জন্যে বেসরকারি নামী কোম্পানির মাধ্যমে বাড়ি বাড়ি খাবার পৌঁছানোর ব্যবস্থা, 

এছাড়াও সেমিনার হল, গেস্ট হাউস এর ব্যবস্থা  থাকছে।

 আজ পরিদর্শন করে এলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সাথে রাজ্যের কৃষি বিপনন দপ্তরের সচিব এ, সুব্বাইয়া, এক্সিকিউটিভ মার্কেটিং বোর্ডের সিইও জয়দীপ দত্ত গুপ্ত, কর্পোরেশন  বোর্ডের (সুফলা বাংলা) এর সিইও কৌশিক সাহা, দপ্তরের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য অধিকারিকবৃন্দ।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*