ফুট প্রসেসিং কারখানায় গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন মহিলা কর্মী
হুগলী:
পিয়ারাপুর দিল্লি রোডের ধারে একটি বেসরকারি ফুট প্যাকেজিং কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে প্রায় ৩০ জন মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়ে। জানা যায় অগ্নি নির্বাপক যন্ত্র হাত থেকে পড়ে গিয়ে এই ঘটনাটি ঘটে। কাজের সময় সকল কর্মীরা একই জায়গায় থাকার কারণেই এই গ্যাস ছড়িয়ে পড়ে চারিদিকে এবং তৎক্ষণাৎ অসুস্থ হয়ে পড়েন মহিলা কর্মীরা। তাদের সকলকেই শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়এবং ভর্তি করা হয় তাদের। তাদেরকে দেখতে যান চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন ও ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। এই ঘটনার কারণে অসুস্থ হওয়া কর্মীদের পরিবারের লোক চিন্তায় পড়ে। পরিবারের লোকজন অভিযোগ করে এর আগেও গত কয়েক মাস আগে এই ঘটনা ঘটেছিল কিন্তু সচেতন হয়নি কর্তৃপক্ষ তারা যদি সচেতন হত তাহলে এই ঘটনাটা আর ঘটতো না। চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত পুলিশরা এই ঘটনায় তদন্ত নেমেছে।
Comments
Post a Comment