ফের শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য বোলপুর মহকুমা হাসপাতালে
অরবিন্দ চক্রবর্তী, বোলপুর, বীরভূম : ফের হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি'তে মৃত্যু ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুর থানার অন্তর্গত কাশিপুরের বাসিন্দা শীলা মল্লিক গত দুদিন আগেই ভর্তি হন বোলপুর মহকুমা হাসপাতালে প্রসবের জন্য। কিন্তু প্রসবের সময় তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে কর্তব্যরত হাসপাতালে ডিউটিতে থাকা নার্সরা বলে অভিযোগ। এবং মৃত সন্তান প্রসব করেছে এরপরে ক্ষোভে ফেটে পড়ে তার পরিবারের লোকজন। চড়াও হয় হাসপাতালের উপর।বোলপুর মহকুমা হাসপাতালে সুপার বুদ্ধদেব মুর্মুকে ঘিরে চলে বিক্ষোভ। ওই পরিবারের অভিযোগ কর্তব্যরত নার্সদের অবিলম্বে শাস্তি দিতে হবে। কেন এভাবে রোগীদের দুর্ব্যবহার করবে তারও প্রতিবাদ জানান হাসপাতালের সুপারকে। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরিস্থিতি শান্তও স্বাভাবিক হয়ে যায়।বারবার শিশু মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে।বোলপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ নার্স -ডাক্তার রোগীরদের সাথে দুর্ব্যবহারই বা কেনো করছেন তা নিয়েও উঠছে প্রশ্ন। হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মু জানান এই বিষয় নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে, তারপর খতিয়ে দেখা হবে পুরো বিষয়টি।
Comments
Post a Comment