সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আয়োজিত পথসভা ও বিক্ষোভ কর্মসূচি
বামফন্টের সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে পথসভা ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ছোয়ানি মন্দিরতলা।
সংযুক্ত কৃষাণ মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও পথসভা।
দেশব্যাপী কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে এই পথসভা।
কৃষকের ফসলের লাভজনক দাম, শহীদ কৃষক পরিবারের পুনর্বাসন, বিদ্যুৎ বিল ২০২০ প্রত্যাহার, উতর প্রদেশের খেঁড়ীতে হত্যাক্যান্ডের দায়ে জড়িত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অপসারণ, রাজ্যের শিক্ষক নিয়োগসহ সমস্ত ক্ষেত্রে দুর্নীতি এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছ পার্থীদের নিয়োগ সহ সম্স্ত সরকারী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ এবং রাজ্যের দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবীতে।
সৌমিত্র চ্যাটার্জী(কৃষকসভা), সুকুমার সামন্ত, প্রভাত ব্যানার্জী, শুভাশিষ দাস, সমূর পাকিরা, প্রবাল সিংহরায়, ট্রেড ইউনিয়নের গণেশ ধারা, ক্ষেতমজুর ইউনিয়নের মহাদেব পাত্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে পথসভা ও বিক্ষোভ কর্মসূচি দিয়াড়া স্টেশন সংলগ্ন মালিকপাড়ার মোড়ে।
শিক্ষক নিয়োগে দুর্নীতি, ডানকুনি খাল সংস্কার করতে হবে, দ্রব্যমূল্যবৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে পথসভা সংগঠিত হয়।
সিপিআইএম কর্মী দেবাশীষ মুখার্জী বক্তৃতা দিলেন। পথসভায় সভাপতিত্ব করেন।
তরুণ দাস(dyfi), আব্দুল হাই(হুগলী জেলা কমিটির সদস্য সিপিআইএম), মিনাজ আহমেদ(সিঙ্গুর এরিয়া কমিটির সদস্য cpim), সতভিষা ব্যানার্জী (এসএফআই), অশোক কোলে (সিপিআইএম নসিবপু ব্রাঞ্চ সম্পাদক), বৈদ্যনাথ দাস (সিঃ এরিয়া কমিটির সদস্য) ও অন্যান্য সদস্য, জহর বারিক(সিটু সিঙ্গুর থানা কমিটির সম্পাদক) ও অন্যান্য নেতৃত্ববৃন্দ)।
Comments
Post a Comment