স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বিষয়ে আলোচনা সভা


 


সিঙ্গুর : গোপালনগর নূতন ব্রিজে ইন্দ্র ভবনে স্বাধীনতার ৭৬ তম বার্ষিকী উপলক্ষে DYFI সিঙ্গুর উত্তর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে 'স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা' বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক অর্ণব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন DYFI হুগলী জেলা কমিটির সভাপতি সুমন মাল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অরিত্র চন্দ্র, জেলা কমিটির সদস্য ঝুম্পা ওঁরাও, উত্তর আঞ্চলিক কমিটির সম্পাদক সুকাজল দাস প্রমুখ।



অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিঙ্গুর বইমেলা কমিটির যুগ্ম সম্পাদকদ্বয়ের অন্যতম, বিশিষ্ট কবি, সাহিত্যিক মাননীয় জগন্নাথ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘ সিঙ্গুর ইস্ক্রা শাখার শিল্পীরা।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম