ডেঙ্গু প্রতিরোধে তৎপর কোন্নগর পৌরসভা
সুফল চন্দ, কোন্নগর, ২ আগস্ট ২০২২:
বর্তমান সময়ে সারা বিশ্ব একটি রোগের হাত থেকে বাঁচার জন্য তৎপর হয়ে উঠেছে, সেটা হলো করোনা। এই করোনা রোগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমস্ত স্টেজ সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তার থেকে বাঁচানোর জন্যই সরকার একটি পর একটি ভ্যাকসিন দেওয়ার জন্য আহ্বান করেছে সাধারণ মানুষদের। এখন দেখতে গেলে বলা যায় এই করোনা সংক্রমণ গত দু'বছরের তুলনায় কমেছে, কিন্তু তাও সরকার সাধারণ মানুষদেরকে এই রোগের হাত থেকে বাঁচানোর জন্য নানারকম সচেতনতার বার্তা দিচ্ছে।
বর্ষা আগত কিন্তু এই বর্ষা কালের যে রোগ সাধারণ মানুষদের বেশি আক্রমণ করে, তাহলে ডেঙ্গু। অনেক সময় দেখা যায় সঠিক ভাবে চিকিৎসার অভাবে এবং বেশি সচেতনতা না থাকলে ডেঙ্গু কবলে পড়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু এই পরিস্থিতি যাতে না আসে তাই কোন্নগর পৌরসভা একাধিক বিষয়ের ওপর নজর দিচ্ছে।
ডেঙ্গুর বিষয়ে কথা বলতে গিয়ে কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন কুমার দাস জানান ইতিমধ্যেই পৌরসভা বাড়ি বাড়ি সার্ভে টিম প্রত্যেকদিন পাঠানো হচ্ছে। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হচ্ছে এবং সপ্তাহে তিনবার করে মশার তেল রীতিমতো দেওয়া হচ্ছে। যেসব জায়গায় লার্ভা পাওয়া যাচ্ছে সেই সব জায়গায় গাপ্পি মাছ ছাড়া হচ্ছে বিশেষ করে বস্তি এলাকা সংলগ্ন জায়গা গুলিতে। স্বপন কুমার দাস আরো বলেন হুগলি জেলার মধ্যে এই প্রথম কোন্নগরে কোন্নগর পৌরসভা ডেঙ্গু ডিটেকশন সেন্টার উদ্বোধন করতে চলেছে ১৪ ই আগস্ট। যেখানে মানুষের ডেঙ্গু হলে সেই পরীক্ষা সাথে সাথে করাতে পারবে সাধারণ মানুষ এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যেই তার রিপোর্ট পেয়ে যাবে।
Comments
Post a Comment