আবারও পথে নামলো বাংলা পক্ষ
বাংলাপক্ষের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে যে ব্যাংকগুলোতে বাংলায় পরিষেবা দেওয়া হয় না। আগে ব্যাংকগুলোতে বাংলায় ফর্ম পাওয়া যেত কিন্তু বিগত কয়েক বছর ধরে আর বাংলায় ফর্ম পাওয়া যায় না। যেখানে RBI এর নির্দেশ আছে স্থানীয় ভাষায় ব্যাংকগুলোকে পরিষেবা দিতে হবে সেখানে বাংলায় অবস্থিত প্রায় কোন ব্যাংকই এই নির্দেশ আর মানে না। উপরন্তু অনেক ব্যাংকের বহিরাগত ম্যানেজারা বাংলায় কথাতো বলতেই পারেন না আবার বাংলায় পরিষেবা চাইলে বাঙালি গ্রাহককে অপমান করেন। নিজের মাতৃভাষায় কথা বলা, পরিষেবা চাওয়ার জন্য নিজের মাতৃভূমিতে বাঙালি ছাড়া আর কেউ অপমানিত হয় এটা অন্য রাজ্যে সম্ভব? তাই এরই প্রতিবাদে বৈদ্যবাটী ও শেওড়াফুলির বিভিন্ন ব্যাংকের সামনে পোস্টারিং কর্মসূচি করল বাংলাপক্ষ।
কিছুদিন আগে শ্রীরামপুর সেন্ট্রাল ব্যাংকে বাংলায় পরিষেবা চেয়ে অপমানিত হন এক বাঙালি বোন। এই ধরনের ঘটনা সারা বাংলা জুড়ে প্রতিদিন ঘটে চলেছে। তাই বাংলায় বাংলা ভাষায় পরিষেবার জন্য বাংলা পক্ষ আন্দোলন করছে বলে জানালেন বাংলাপক্ষ হুগলীজেলার সদস্য সুমন ব্যানার্জী।
বাংলা পক্ষ এই নিয়ে বহুদিন থেকে আন্দোলন করছে, সারা বাংলা জুড়ে বিভিন্ন ব্যাংকে ডেপুটেশন দিয়েছে এবং বাংলায় পরিষেবা পাওয়ার জন্য বাংলাপক্ষ কলকাতা হাইকোর্ট এ জনস্বার্থ মামলাও করেছে বলে জানাল সংগঠনের সদস্যরা।
Comments
Post a Comment