প্রবল বৃষ্টিতে গঙ্গায় ভাসলো গাড়ি
বীরেন্দ্র রায়, কোন্নগর, হুগলী : হুগলি কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাসের বোলেরো গাড়ি নদীতে ভেসে গেছে। পরে দুপুরের খাবার থেকে যাওয়ার পর দড়ি বেঁধে ওই গাড়িটিকে ডাঙায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, পৌরসভাটি নদীর তীরে। মাঝখানে জিটি রোড। কাজের সুবাদে চেয়ারম্যান নদীর তীরে গাড়ি পার্কিং করে পৌরসভায় কাজ করছিলেন। নিম্নচাপের কারণে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে তার গাড়ি জিটি রোডের পাশ থেকে নদীতে পড়ে গিয়ে বয়ে যেতে থাকে। লোকজন পৌরসভাকে এ তথ্য দেয়।
এরপর পৌরসভার পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করে দড়ি বেঁধে গাড়িটি বের করা হয়।
চেয়ারম্যান জানান, গাড়িটি নদীর তীরে দাঁড় করায় তিনি অনুমান করেন, প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে গাড়িটি ঢাল থেকে নেমে নদীতে ভাসতে শুরু করে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গাড়িটি সরাতে প্রায় সাড়ে নয়টা লেগেছে। গাড়ি বের করা হয়েছে। নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে।
Comments
Post a Comment