এবার অনুব্রত ঘনিষ্ট বোলপুরে শিবশম্ভু রাইস মিলে CBI এর হানা




অরবিন্দ মন্ডল, বোলপুর : বীরভূমে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে চলা মূল দুটি রাইস মিল ভোলে বোম রাইস মিল (কালিকাপুর, বোলপুরে হানা দেওয়ার পরপরই এদিন সকালে শিব শম্ভু রাইস মিল বোলপুর বাঁধগোড়া, CBI হানা।

বোলপুরে ভোলে ব্যোম রাইস মিলের পর অনুব্রত ঘনিষ্ঠদের নামে আরও ১২টি রাইস মিলের হদিশ সিবিআই সুত্রে খবর। তার মধ্যে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যর ৭ টা রাইস মিল রয়েছে। রাজীব হলেন অনুব্রতর বিনিয়োগকারী। এছাড়াও, অনুব্রতর ভগ্নিপতি কমলকান্তি ঘোষ শিব শম্ভু রাইস মিলের মালিক। এই রাইস মিলটি রয়েছে বোলপুরের বাঁধ গোড়া এলাকায়। মহানন্দা রাইস মিলের মালিক পারমিতা ঘোষ ও রাজা ঘোষ। রাজা হলেন অনুব্রতর ভাগ্নে। মা শান্তি ময়ী রাইস মিলের মালিক সুকুমার মজুমদার, সঞ্জীব মজুমদার। এঁরা প্রত্যেকেই অনুব্রত আত্মীয় বলে সূত্র মারফত জানা যায় ।এইভাবে বীরভূমের ছোট-বড় একাধিক মিলের অংশীদারিত্ব রয়েছে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের নামে বলে সিবিআই সুত্রে জানা যায়। পাশাপাশি সূত্র মারফত জানা গেছে, ভোলে ব্যোম রাইস মিলের সঙ্গে রাজ্য রেশন দফতরের সংযোগ পাওযা গেছে। উল্লেখ্য  সিবিআই এই রাইস মিলে হানা দিয়ে যে নথি উদ্ধার হয়েছে, তাতে দেখা গিয়েছে এই মিল থেকে চাল নিত রাজ্য রেশন দফতর। যা রেশন ডিলারদের পাঠানো হত। রাজ্য খাদ্য দফতরের সঙ্গে ভোলে ব্যোম রাইস মিলের চুক্তি সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে।আরও জানা গেছে বর্তমানে কেন্দ্র চাল না দিয়ে তার পরিবর্তে টাকা দেওয়া হত। সেই টাকায় রাজ্য চাল কিনে রেশন মাধ্যমে চাল সরবরাহ করে গ্রাহকদের।CBI আধিকারিকদের সঙ্গে রয়েছেন FCI আধিকারিকেরাও। তবে তাঁরা রাইস মিলে আসতে গেটে তাঁদের আটকানো হয়নি। ডাকাডাকি করার সঙ্গে সঙ্গেই গেট খুলে দেওয়া হয়। তারপর গোয়েন্দারা রাইস মিলের ভিতরে ঢুকে সমস্ত নথি খতিয়ে দেখছেন তাঁরা। দীর্ঘদিন এই রাইস মিলটি বন্ধ ছিল। ফলে গোয়েন্দাদের সন্দেহ আরও জোরাল হচ্ছে।


বোলপুর থেকে অরবিন্দ মন্ডল এর রিপোর্ট বীরভুম

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম