এবার হুগলিতেও ডাক কর্মীরাও ধর্মঘটে
হুগলি, নিজস্ব প্রতিনিধি : ২০ দফা দাবিতে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের (এনএফপিই) ডাকে ১০ আগস্ট পোস্ট অফিসে একদিনের ধর্মঘট হয়। এর জেরে হুগলি জেলার সমস্ত পোস্ট অফিসে ধর্মঘট ছিল। ডাকঘরটি তালাবদ্ধ এবং কর্মীরা অনুপস্থিত। ধর্মঘটের কারণে গ্রাহকদের অনেক সমস্যা হয়েছে। ডাকঘরের সামনে বড় বড় পোস্টার সাঁটানো হয়েছে, তাতে লেখা আছে। অধিদপ্তরে শূন্য সব ধরনের পদ পূরণ করতে হবে, প্রাইভেট ঠিকাদারি বন্ধ করতে হবে, টার্গেটের নামে প্রশাসনের কর্মচারীদের হয়রানি বন্ধ করতে হবে, ট্রেড ইউনিয়নের হয়রানি বন্ধ করতে হবে।
ডাক কর্মীদের দাবি, বেসরকারি ব্যাঙ্ক আইপিপিবি-র সঙ্গে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্ট একীভূত করার প্রস্তাব বন্ধ করা হোক, এনপিএস বন্ধ করে পুরনো পেনশন কার্যকর করা হোক, গ্রামীণ ডাক পরিষেবা নিয়মিত করা হোক, সব অফিসের মতো সপ্তাহে পাঁচ দিন চালু করা হোক। বাস্তবায়িত হবে।
Comments
Post a Comment