ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৬ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪


 


ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৬ কোটি টাকার সোনা, গ্রেফতার ৪


নিজস্ব প্রতিবেদন : ভোররাতে ১১ কেজি সোনা উদ্ধার  করল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানার পুলিশ ৷ শুক্রবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ওই সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ৬ কোটি টাকা ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে ৷


পুলিশ জানিয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ময়লাঘাটার কাছে একটি গাড়ি দাঁড়িয়েছিল শুক্রবার সকালে ৷ সেখানে টহল দেওয়ার সময় গাড়িটিকে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ গাড়িতে সেই সময় ৪ জন ছিল ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাদের অসংলগ্ন উত্তরে পুলিশের সন্দেহ আরও বাড়ে ৷ তার পরই গাড়িতে তল্লাশি চালানো হয় ৷


সেই তল্লাশিতে একটি ব্যাগ থেকে পাওয়া যায় বেশ কয়েকটি সোনার বাট ৷ যার ওজন প্রায় ১১ কেজি ৷ সোনার বাটগুলির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা ৷ পাওয়া যায় ১১ টি মোবাইল ফোন ৷ পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে ৷ গ্রেফতার করে গাড়িতে থাকা ৪ জনকে ৷


পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজারাম পাওয়ার, মনোহর পাটিল, সুরজিৎ মুখোপাধ্যায় এবং গণেশ চৌহান ৷ সুরজিৎ খড়দহের বাসিন্দা ৷ অন্যরা বেদিয়াপাড়ায় থাকেন ৷


Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*