সীমান্তের কাছে এক গ্রামবাসীর বাড়িকে আগুনের হাত থেকে বাঁচিয়েছে বিএসএফ, হতে পারত বড় দুর্ঘটনা
মুর্শিদাবাদ : দেশের সীমান্তে সীমান্তবর্তী বাসিন্দাদের সাহায্য করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত দক্ষিণবঙ্গ সীমান্তের ৩৫ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের দ্বারা অনুরূপ নজির স্থাপন করা হয়েছে।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে লাভানগোলা গ্রামের যুবক নিজামউদ্দিনের বাড়িতে আকস্মিক আগুন লাগে এবং আগুন ভয়াবহ রূপ ধারণ করে, আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে। তাহাতে কাছাকাছি রাখা পাট ফসলও নষ্ট হয়ে যায়। বিএসএফের সীমান্ত চৌকি লাভানগোলার কোম্পানি কমান্ডার আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই জওয়ান এবং অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে নিজামউদ্দিনের বাড়িতে পৌঁছান। কিছুক্ষণ পর জওয়ানরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের মালামাল ও পাশে রাখা পাট পুড়ে ছাই হয়ে গেছে।
বিএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই যুবক।
নিজামউদ্দিন এই মানবিক কাজের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএসএফ সঠিক সময়ে সাহায্য না করলে আগুন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারত এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত।
৩৫ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার জওয়ানদের এই প্রশংসনীয় কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি সীমান্তবাসীদের প্রতিটি সুখ-দুঃখে পাশে থাকে সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
Comments
Post a Comment