চাঁপদানি উর্দু গার্লস জুনিয়ার হাইস্কুলে নিয়োগ হলো দুজন নতুন শিক্ষক


 

চাপদানি উর্দু গার্লস জুনিয়ার হাই স্কুলে নিয়োগ হলো দুজন নতুন শিক্ষক


সুফল চন্দ, হুগলি, ১৯ সেপ্টেম্বর ২০২২: 


চাপদানি উর্দু গার্লস জুনিয়র হাইস্কুলে ছিল না কোন শিক্ষক শিক্ষিকারা, এই অভিযোগ ওঠে। শিক্ষক শিক্ষিকারা স্কুলে না থাকার কারণে স্কুলের পিয়ন স্কুলের ছাত্রীদের দিচ্ছিল প্রশিক্ষণ। এই  ঘটনাটি চোখে পড়ে চাপদানী পৌরসভার। এই বিষয়টি নজরে আসলে পৌরসভা শিক্ষা দপ্তরে আবেদন করলে, শিক্ষা দপ্তর দুজন নতুন টিচারকে চাপদানি উর্দু গার্লস জুনিয়ার হাই স্কুলে নিয়োগ করে।



 রবিবার এই নতুন টিচারদের স্বাগত জানানোর জন্য অনুষ্ঠান হয়। এই স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রা, চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন সহ ওয়ার্ডের বিভিন্ন পৌর সদস্য ও এলাকার সাধারণ মানুষেরা। এই বিষয়ে বিধায়ক জানান তিনি শিক্ষা দপ্তরকে কৃতজ্ঞতা জানায় এবং মেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারবে এবং আগামী দিনে আরও টিচার আসবে।।


Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম