বনমালীর অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের অনবদ্য প্রতিমা তাক লাগালো সকলকে


 


অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের অনবদ্য প্রতিমা


সুফল চন্দ, বৈদ্যবাটি, হুগলি, ১২ই সেপ্টেম্বর ২০২২:

বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের তা শিল্পকলা দেখে হতবাক সবাই। বিশাল ঘোষ নিজের হাতে বানালো দুর্গা মূর্তি কিন্তু হতভাকের বিষয়টা হল তার দুর্গামূর্তি তৈরি ব্যবহৃত দ্রব্য হল ঘুড়ির কাঠি, কাগজ, উল  ও পিচবোর্ড।


বিশালের বাবা পেশায় একজন বস্ত্র ব্যবসায়ী, পুজো আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোরজোর ‌। এইবারের দুর্গাপুজোর ঘোষ বাড়িতে যে দুর্গা প্রতিমার পুজো হতে চলেছে তা বিশালের হাতের তৈরি সেই প্রতিমা।


 সেই প্রতিমা দেখলে মনে হবে যেন কোনো বড় শিল্পী নিখুঁতভাবে কাজ করেছে, কিন্তু বিশ্বাস করতেই হয়, এই খুদে শিল্পীর দক্ষতা। অষ্টম শ্রেণীর এই ছাত্রের এই দক্ষতা দেখে স্কুলে শিক্ষক থেকে শুরু করে সবাই খুবই খুশি।








Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*