স্বর্গীয় সুভাসচন্দ্র দত্ত ও স্বর্গীয় নমিতা দত্ত স্মরণে পরিবার
সুফল চন্দ, শ্রীরামপুর : সুফল চন্দ, শ্রীরামপুর : ২০২০ সালে পিতা সুভাষচন্দ্র দত্ত ও মাতা নমিতা দত্তকে হারিয়ে তাদের কন্যা সৌমী দত্তের ব্যবস্থাপনায় একটি স্মরণসভা আয়োজন করলেন শ্রীরামপুরের টাউন হলে। বর্তমান সময়ে দেখা যায় পিতা মাতার উপর তাদের সন্তানদের ভালবাসাটা ছোটবেলা যতটা থাকে বেড়ে ওঠার সাথে সাথে তা কমতে থাকে, তবে এই উদাহরণটা খুব একটা বিস্তৃত নয়। এমন অনেক সন্তান আছেন যারা তাদের পিতা-মাতাকে মাথায় করে রাখে। পিতা মাতা যে সন্তানদের বট গাছের মতো আগলিয়ে রাখে আবার বয়স বৃদ্ধির সাথে সাথে সন্তানরাও তাদের পিতা-মাতাকে ভগবানের মত মাথায় করে রাখে। এরকম একটা উদাহরণ দেখা গেল, সোমবার শ্রীরামপুর টাউন হলে 2020 সালে পিতৃ মাতৃ বিয়োগ পুত্র ও কন্যা তাদের পিতা-মাতা ওপর শ্রদ্ধা জানানোর জন্য এক স্মরণসভা করে।
উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌর প্রশাসক গিরিধারী সাহা, সিআইসি ও প্রাক্তন পৌর প্রশাসক গৌর মোহন দে, কাউন্সিলর জয়নাথ ঝা, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শ্রী মনোজ মুরলি মহাশয়, আলোক রঞ্জন ব্যানার্জি, কার্তিক দত্ত বণিক, অন্বয় চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন পৌর প্রধান গিরিধারী সাহা ও সিআইসি গৌর মোহন দে স্বর্গীয় সুভাষচন্দ্র দত্ত ও স্বর্গীয়া নমিতা দত্ত কে শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করেন এবং শেষে রবীন্দ্র সংগীত শিল্পী মনোজ মুরলী সংগীত পরিবেশনা করলেন। এদিন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের হাতে একটি করে মেমেনটো তুলে দেওয়া হয়। এই স্মরণ সভায় অনাথ শিশুদের জন্য একটি চেক প্রদান করা হয়।
Comments
Post a Comment