আবারোও বোলপুরে ঢুকলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা


 


অরবিন্দ মন্ডল, বোলপুর : আবারোও বোলপুরে ঢুকলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর আধিকারিকরা। বুধবার রাত্রেই শান্তিনিকেতনে পৌঁছেছেন সিবিআইয়ের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত একটা তৎপরতার ছবি উঠে আসছে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে।


 রতনকুঠি গেস্ট হাউসেই রয়েছে সিবিআই এর তদন্তকারী অফিসাররা। তবে আজকে জেলায় অভিযান চালানোর আশঙ্কা রয়েছে সিবিআইয়ের। পাশপাশি শান্তিনিকেতনের রতন কুঠি গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে একাধিক  ব্যাংকের আধিকারিক সহ সাব-রেজিস্টার অফিসের দুজন আধিকারিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিগত দিনের তল্লাশি অভিযান চালিয়ে যে নথি বা ব্যাংক ডিটেলস বাজেয়াপ্ত করেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে জানা যায়।


এইচডিএফসি ,আই ডি বি আই ,ব্যাংক অফ ইন্ডিয়া বোলপুর শাখার কর্মীদের সকাল থেকেই জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। মূলত অনুব্রত মণ্ডল ও সায়গেল হোসেন এর  ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ চলছে। 


*বোলপুর থেকে অরবিন্দ মন্ডল এর রিপোর্ট বীরভূম।*

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*