১২৬ বছর পার করে ১২৭ বছরের পদার্পণ করলেন শ্রী শ্রী শিবানন্দ বাবাজি


 


১২৬ বছর পার করে ১২৭ বছরের পদার্পণ করলেন শ্রী শ্রী শিবানন্দ বাবাজি



খবর দিনভোর নিউজ ডেস্ক : ১২৬ বছর পার করে ১২৭ বছরে পদার্পণ করলেন কাশি ধামের কর্মযোগী মানুষ বিশ্বে আলোচিত মানুষ বিশ্বের বুকে সব থেকে প্রবীণো তম মানুষ কর্মযোগী এই মানুষটি পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হন উনি সারা জীবন যোগাসন করা এবং চিনি তেল মসলাবাদের খাবার খেয়ে এতদিন শুধু যোগাসনের উপরেই বিশ্বের প্রবীণওতম মানুষের আলোচিত হয়েছেন উনি সারা জীবন কুষ্ঠ রোগীদের কাজ করে চলেছেন উড়িষ্যার পুরীতে কুষ্ঠ রোগীদের সেবা করেন আমাদের রাজ্যের পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে কুষ্ঠ রোগীদের মধ্যে কাজ করে চলছে গতকাল কাশীধাম থেকে কলকাতার সোদপুর সুখচরে আসেন উনার এক ভক্তের বাড়িতে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে আলোচিত হচ্ছে শুধু এত বছর এইভাবে জীবিত থেকে মানুষের মধ্যে কাজ করে যাওয়া উনি কাল ভক্তের বাড়িতে এসে সবাইকে বলে যান কাশিধামে উনার আশ্রমে যাওয়া জন্য এবং সেখানে উনি কিভাবে জীবন যাত্রা পরিচালনা করেন কিভাবে মানুষের সেবা করেন দেখে আসবার জন্য এবং পুরীতেও যাবার জন্য সমস্ত ভক্তদেরকে উনি অনুরোধ করেন এবং সোদপুর শুকচরে উনার ভক্তের বাড়ির থেকে আবার উনি ফিরে যান কাশীধামে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম