চাকরীপ্রার্থীদের উপর অমানবিক পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি


 


বিজেপি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ


সুফল চন্দ, শ্রীরামপুর: বিজেপি ২২ শে অক্টোবর শনিবার  শ্রীরামপুর  সাংগঠনিক জেলা কার্যালয় থেকে শ্রীরামপুরের বটতলা অব্দি এক প্রতিবাদ মিছিল করেন, জানা যায় মধ্যরাতে পুলিশ টেট পাস চাকুরী প্রার্থীদের ওপর যেভাবে অত্যাচার করেছে এবং তারপর তুলে নিয়ে গেছে তার প্রতিবাদেই বিজেপির এই মিছিল। শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিস থেকে প্রথমে মিছিল শুরু হয় এবং শেষে বটতলায় এসে বিক্ষোভ করে। 


এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর  সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক, মন্ডল ১ এর সভানেত্রী সাথী কুমার, বিজেপি নেত্রী শষী সিং, অমিতাভ ঘোষ, রিংকু ব্যানার্জি সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। উপযুক্ত চাকরিপ্রার্থী যারা পরীক্ষায় পাস করেছেন তাদের চাকরি দেওয়া হোক এবং সরকার সর্বতভাবে সহযোগিতা করুক এবং যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে , জানিয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি ।



Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*