জলপাইগুড়ি মালবাজার বিপর্যয়ের পর মাস্টারস্ট্রোক মমতার, ৪৫ জনের জীবন বাঁচানো ৭ উদ্ধারকারীকে ‘পুরস্কার’
জলপাইগুড়ি মালবাজার বিপর্যয়ের পর মাস্টারস্ট্রোক মমতার, ৪৫ জনের জীবন বাঁচানো ৭ উদ্ধারকারীকে ‘পুরস্কার’
বিজয়া দশমীতে ভাসানের দিন হড়পা বানে যখন স্থানীয় মানুষজন তলিয়ে যাচ্ছিলেন, তখন সাতজন নিজের জীবনের পরোয়া না করে তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন নদীতে।
তাই আজ মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে প্রশাসনিক বৈঠকে ডেকে বিপরযয়ে উদ্ধারকারী সাতজনকে আর্থিক পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের চাকরির দরকার, তাঁদের চাকরির ব্যবস্থাও করেন তিনি। প্রত্যেককে মঞ্চে ডেকে তাঁদের সঙ্গে কথা বলেন, তারপর তাঁদের হাতে তুলে দেন সাহসিকতার শংসাপত্র এবং ১ লক্ষ টাকার চেক। ৫ জন চাকরির অফার নিয়েছে, ২ চাকরি করছেন, তাঁরা নিজেদের কাজ চালিয়ে যেতে আগ্রহী বলে জানান। মুখ্যমন্ত্রী তাঁদের অভিনন্দন জানান।
Comments
Post a Comment