চুপ করে থাকুন সাংবাদিকদের ধমক পার্থ চট্টোপাধ্যায়ের


"চুপ করে থাকুন"সাংবাদিকদের ধমক পার্থ চট্টোপাধ্যায়ের

 নিজস্ব প্রতিবেদন: সাংবাদিকদের প্রশ্নের উত্তরের বদলে "চুপ করে থাকুন" বলে ধমক দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সোমবার আলিপুর আদালতের সামনে পার্থ চট্টোপাধ্যায় কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মেজাজ হারিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধমক দিয়ে বলেন "চুপ করে থাকুন"।


 সিবিআইয়ের তরফ থেকে জানা যায় তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে তাতে আরো তদন্ত বাকি আছে এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তবে এই তদন্তে আরো অভিযুক্ত রয়েছে কিন্তু এই তদন্ত করতে ছ মাস লাগবে এবং পড়ুয়ারদের সঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে এখনও অনেক তথ্য সংগ্রহ করা বাকি আছে।


শান্তি প্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান ৪৫ দিন ধরে তার মক্কেল কাস্টডিতে আছেন।


 অপরদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী বলেন "বারবার বলা হচ্ছে বেআইনিভাবে চাকরি হয়েছে। এই তথ্য ছাড়া আর কোন কিছু দিতে পারছেন না। তদন্ত প্রক্রিয়ার জন্য সিবিআই যা যা তথ্য উদ্ধার করেছে সেগুলি সঠিকভাবে আদালতে জমা দেওয়া হোক।"


সিবিআই আদালতে পার্থ চ্যাটার্জি সহ মোট সাতজনের নামে ফের ১৪ দিনের হেফাজতের যে আরজি জানিয়ে ছিল তা মঞ্জুর করেছে আদালত এবং ১৪ ই নভেম্বর পর্যন্ত আলিপুর আদালত হেফাজতে নির্দেশ দিয়েছে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*