খড়দহ রিশরা ফেরি সার্ভিস খরদা ফেরি সার্ভিসের দিকের ১৩ জন শ্রমিকের মধ্যে ৭ জন শ্রমিক দীর্ঘদিন ধরে মাইনা না পেয়েও সমস্ত শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে দিয়ে ফ্রি সার্ভিস চালু রেখে দিয়েছে


Khardah Rishra Ferry Service : নিজস্ব প্রতিবেদন: খড়দহ রিশরা ফেরি সার্ভিস খরদা ফেরি সার্ভিসের দিকের ১৩ জন শ্রমিকের মধ্যে ৭ জন শ্রমিক দীর্ঘদিন ধরে মাইনা না পেয়েও সমস্ত শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে দিয়ে ফ্রি সার্ভিস চালু রেখে দিয়েছে।


ঘটনাটি খরদহ রিসরা ফেরি সার্ভিসের প্রায় তের জন শ্রমিক কাজ করে তাদের মধ্যে তিনজন শ্রমিক প্রায় পাঁচ মাস ধরে মাইনে পাচ্ছে না এবং চারজন শ্রমিক প্রায় তিন মাস ধরে মাইনে পাচ্ছে না এবং একজন শ্রমিক এক মাস মাইনে থেকে বঞ্চিত হয়েছেন মোট ৮ জন শ্রমিক তারা দীর্ঘদিন ধরে মাইনে পাচ্ছেন না ১৩ জন শ্রমিকের মধ্যে 8 জন শ্রমিক দীর্ঘদিন ধরে মাইনে না পাওয়ায় অন্য শ্রমিকেরা ও একই সাথে তাদের সাথে সহমত পোষণ করে তারাও কিন্তু আন্দোলনে নেমেছে।
 সরকারপক্ষের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি পক্ষ থেকে তারা আন্দোলন করছে ফেরি সার্ভিস চালু রেখে ই মাইনের থেকে বঞ্চিত শ্রমিকেরা আন্দোলন আন্দোলন চালিয়ে যাচ্ছে, আজকে তারা প্রায় না খেতে পাওয়ার কাছে পৌঁছে গেছে শ্রমিকদের কথা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি, দীর্ঘদিন ধরে আমরা পরিবহনমন্ত্রী এবং এলাকার বিধায়ক ও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কেউ তারা জানিয়েছেন খড়দহ পৌরসভা কেও জানিয়েছেন কিন্তু সবাই তাদের সান্তনা দিচ্ছে মাইনে পেয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত তারা মাইনে পায়নি খরদা ফেরি সার্ভিসের শ্রমিকরা মাইনে না পেয়েও প্রথম ফেরি সার্ভিস থেকে রাত বারোটা শেষ ফেরি সার্ভিস পর্যন্ত  তারা কাজ করে চলেছে এই ফেরি সার্ভিস এর কর্মরত শ্রমিকদের বক্তব্য রিসরা পৌরসভার পৌর প্রধান ছয় মাস ধরে রিসরা, পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মনোজ সাউ কে দায়িত্ব দেওয়ার পর থেকেই এই ফেরি সার্ভিসের গন্ডগোল শুরু হয়। মনোজ সাউ দায়িত্ব নেওয়ার পর থেকেই সর্দার দিকের শ্রমিকরা মাইনা পাচ্ছে না। তাদের আরো দাবি খরদা দিকের ফ্রি সার্ভিস এর কর্মীদেরকে রিসরা ফেরি সার্ভিস এ নিয়ে গিয়ে তাদের উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার চালাচ্ছে এবং জোর করে অনেককে বসিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তারা আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছে তাদের একটাই বক্তব্য অবিলম্বে তাদের বকেয়া ময়না দিতে হবে আর তারা না পেলে তাদের এখন পরিবার পরিচালনা করার ক্ষেত্রে সংকটের মুখে পড়ছে। অনেকের পরিবার ছেলেমেয়েদেরকে স্কুল কলেজে পড়াশোনা করানোর সমস্যার মুখে পড়েছে এই শ্রমিকেরা এখন দেখার কত দিনে খরদা পৌরসভা এবং রাজ্য সরকার এই শ্রমিকদের সমস্যা মেটায়।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*