এই প্রথমবার শান্তিপুরে হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত নদীয়া বইমেলা

 


বিগত বছরগুলিতে এই নদিয়া বইমেলা হয়ে এসেছে কৃষ্ণনগরে, এবছর এই প্রথমবার শান্তিপুরে হবে বইমেলা। আজ তারই প্রস্তুতির জন্য শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, ডিসট্রিক্ট লাইব্রেরী অফিসার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা এল-এল-এ শিবনাথ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, পাবলিক লাইব্রেরির সম্পাদক তথা নদিয়া জেলা বইমেলা ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শান্তিপুরের ভূমিপুত্র পলসন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।


এই প্রস্তুতি সভার শেষে শান্তিপুরের বিধায়ক জানিয়েছেন, আগামী ১২ই ডিসেম্বর থেকে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বইমেলা, চলবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। বিধায়ক জানিয়েছেন শান্তিপুর বরাবরই লড়াই করে আসছে, শান্তিপুর কৃষ্টির জায়গা সংস্কৃতির জায়গা।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*