প্রকাশিত হলো মাহেশ জগন্নাথ দেবের রথযাত্রার ফার্স্ট ডে কভার এবং স্ট্যাম্প

 



সুফল চন্দ, হুগলি : পুরীর রথযাত্রার উৎসবের পর হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রার উৎসব লোকপাল এর কাছে জনপ্রিয়। এই রথযাত্রা উৎসবে দিন দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দরা যেমন পুরীর রথযাত্রা উৎসব উপভোগ করতে যান ঠিক সেরকমই লক্ষাধিক ভক্তবৃন্দরা মাহেশের রথযাত্রা উৎসবে শামিল হতে আসেন।

গত বৃহস্পতিবার মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে ভারতীয় ডাক বিভাগ শ্রীরামপুর পৌরসভার সহযোগিতায় মহেশের রথযাত্রার ফার্স্ট ডে কভার ও স্ট্যাম্প প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হওয়া এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন পোস্টমাস্টার জেনারেল শ্রীমতি শশীশালিনী কুজুর, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, প্রাক্তন পৌর প্রধান ও বর্তমান সিআইসি গৌর মোহন দে, পাপ্পু সিং, পিন্টু নাগ, তিয়াসা মুখার্জি , অসীম পণ্ডিত, জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত পুত্র পিয়াল অধিকারী সহ ভারতীয় ডাক বিভাগের অন্যান্য কর্তারা।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*