৯ দফা দাবি নিয়ে শ্রীরামপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি
*৯ দফা দাবি নিয়ে শ্রীরামপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি*
*সুফল চন্দ ও সৌরভ আদক হুগলি* :
৭ই ফেব্রুয়ারি বুধবার হুগলি জেলার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন স্থানে AIMS ( অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন) এর নেতৃত্বে ৯ টি দফার দাবি নিয়ে একটি অবস্থান বিক্ষোভ হয়। যেখানে উপস্থিত ছিলেন AIMS ( অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন) এর সম্পাদিকা চৈতালি ভট্টাচার্য সহ এই সংগঠনের আরো অন্যান্য সদস্যরা। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকে মদ, মাদক দ্রব্য, মহিলা নিগ্রহ , শিশু পাচার বন্ধ হওয়া সহ মোট ৯ টি দফা দাবি করা হয় এবং তার সাথে সাথে তারা এও দাবি করে যে শিক্ষা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নারীদের সুযোগ দিতে হবে, সমস্ত জিনিসের মূল্য কমাতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি পার্লামেন্ট অভিযান আছে তাকে সামনে রেখে গোটা রাজ্যে অবস্থান বিক্ষোভ, প্রতিবাদ, অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের মূল দাবি হল মদ যেন নিষিদ্ধ হয়, দুয়ারে যেন মদ প্রকল্প বাতিল হয় আর নারীরা যেন শিক্ষার সুযোগ পায় এবং চাকরির সুযোগ পায়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রতিবাদ হচ্ছে বলে জানান।
৯ দফা দাবীগুলো হল
১) সকল নারীদের শিক্ষা ও কাজের সুযোগ দিতে হবে।
২) শিক্ষা ও স্বাস্থ্যকে বেসরকারিকরণ করা চলবে না,
৩) সকলকে চিকিৎসার সুযোগ দিতে হবে এবং নারী ও শিশুদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে হবে,
৪) নারী ও শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং নারী ও শিশুদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে হবে,
৪) নারী ও শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দিতে হবে,
৫) গণমাধ্যমে অশ্লীলতার প্রচার ও পর্নোগ্রাফি বন্ধ করতে হবে,
৬) মদ ও মাদক নিষিদ্ধ করতে হবে, নারী ও শিশু পাচার বন্ধ করতে হবে
৭) ফাস্ট-ট্র্যাক কোর্টের সংখ্যা বাড়িয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সমাপ্ত করতে হবে এবং অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে,
৮) নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে এবং গণবন্টনের সুব্যবস্থা করতে হবে,
৯) আশা, অঙ্গনওয়াড়ি, আই সি ডি এস প্রভৃতি স্কীমের কর্মীদের মাসিক বেতন অন্তঃপক্ষে ২৫০০০ টাকা করতে হবে।
আর উপস্থিত ছিলেন সভানেত্রী সীমা চৌধুরী সম্পাদিকা চৈতালী ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন সুমিতা রক্ষিত শুভ্রা ভট্টাচার্য সুপ্রিয়া ভক্ত শ্যামলী কুমার বেলা দাস কাবেরী ভট্টাচার্য ক্ষমা পাল শেফালি পাল মিনতি ভট্টাচার্য রীনা রায় এছাড়া আরো অনেকে।অল ইন্ডিয়া মহিলাসাংস্কৃতিক সংগঠনের পক্ষে।
Comments
Post a Comment