শিবের আরাধনায় মাতলো বিশ্ববাসী



শিবের আরাধনায় মাতলো বিশ্ববাসী


চিত্রগ্রাহক : বাবু শর্মা, কলম: দেবস্মিতা দত্ত


দেশজুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হওয়া একটি পবিত্র তিথি, যেদিন সকল মহিলারা তাঁদের স্বামীর জন্য মহাদেবের পুজো করেন, আবার অবিবাহিত মেয়েরা মহাদেবের মত স্বামী পাওয়ার কামনায় শিবের আরাধনা করেন। এই দিন নিয়ে নানা মতভেদও আছে। কেউ শুধুমাত্রই মহাদেবের আরাধনা করার জন্য আজকের দিনে ব্রত রাখেন আবার কেউ স্বামীর দীর্ঘায়ু কামনায়। তবে এই বছর শিবরাত্রির পেছনে রয়েছে অন্যরকম একটি ইতিহাস। এই বছর শিবরাত্রির দিন কুম্ভ রাশির উপস্থিতিতে সূর্য- শনি এবং চন্দ্রের মধ্যে ত্রিগ্রহি যোগের সৃষ্টি হবে। হিন্দুশাস্ত্র মতে শিবরাত্রি দিন বিবাহ হয় মহাদেব এবং পার্বতীর তবে এই বছর যে যোগের সৃষ্টি হচ্ছে এই ত্রিগ্রহি মহযোগেই নাকি মিলন হয়েছিল আমাদের সবার প্রিয় হর-পার্বতীর। সন্ধে ৬ টা থেকে এই মহাযোগ পড়ছে। শিবরাত্রির পাশাপাশি এই বছর একই দিনে পালন করা হবে শনি প্রদোষ ব্রত। কাশ্মীরি হিন্দু মতে এই দিনটি হর-রাত্রি নামেও পালিত হয়। হিন্দুমতে আজকের দিনে মহিলারা এবং অবিবাহিত মেয়েরা শিবকে এই দিনটি উৎসর্গ করেন। ফুল, বেলপাতা, ধুতুরা ফল, গঙ্গাজল এবং দুধ দিয়ে পূজো করা হয় মহাদেবকে। অতিপবিত্র এই তিথিটি সন্ধ্যে ৬টা থেকে ১৯ ফেব্রুয়ারিতে অবধি থাকবে। অর্থাৎ দুদিন ধরে উদযাপন হবে মহাশিবরাত্রি।

ব্যান্ডেল লিচুবাগান মোড় শিবরাত্রি পুজো ৫০ বছর ধরে হয়ে চলেছে।

 মহাদেবের আরাধনায় ভক্তদের খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। রাজেশ পাস মান মন্দিরের প্রধান সেবায়েতের দায়িত্বপালন করপ চলেছেন। মন্দিরের মহাদেব জাগ্রত বলে মনে করেন অনেকে, এছাড়াও মন্দিরে পুজো দিয়ে তারা খুব খুশি হন বলেও জানা গিয়েছে। 


Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*