রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হল বরানগরের আলম বাজার মঠ


 নিজস্ব প্রতিনিধি,উত্তর 24 পরগনা : গত ১৮ই মার্চ শনিবার রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হল বরানগরের আলমবাজার মঠ। মনে করা হয় বরানগরের আলমবাজার এই মঠ শ্রীরামকৃষ্ণ ভাবা আন্দোলনের দ্বিতীয় মঠ নামে পরিচিত। এই মঠের ঐতিহাসিক গুরুত্ব জানতে চাইলে চলে যেতে হবে অতীত কালে। ১৮৯৭ সাল ১৯ শে ফেব্রুয়ারি যুব নায়ক এবং যুবসমাজ উন্নয়নকারক স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সভা জয় করে ফিরে আসেন ভারতবর্ষে তখন প্রত্যাবর্তন করে এই মঠে উঠেছিলেন। জানা যায় এখানেই নাকি স্বামী বিবেকানন্দ প্রথম সন্ন্যাস ব্রহ্মচর্য দীক্ষা প্রদান করেন এবং পরবর্তী সময় বেলুড় মঠ তার সূচনা হয়, সালটা ছিল তখন ১৮৯৭। পরবর্তী সময় ১৮৯৮ সালে বেলুড় মঠে তা স্থানান্তরিত হয় এবং পরবর্তী সময় দীর্ঘ ৭০ বছর ধরে অবহেলিত হয় এই বরানগর আলম বাজার মঠ। বরানগর আলম বাজার এই মঠটি রামকৃষ্ণ মিশনের একটি ব্রাঞ্চ ছিল কেবলমাত্র। স্বামী সত্যানন্দম দেব এ মটটি গ্রহণ করেন স্বামী অভয়ানন্দ মহারাজের তত্ত্বাবধানে। তিনি মনে করেন এই বড়নগর আলমবাজার মঠের সাথে বহু ইতিহাস জড়িয়ে আছে।

শনিবার থেকে বরনগর আলমবাজার মঠ টি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হয়ে গেল। যেহেতু এটি ভগ্নপ্রায় তাই নতুন করে হেরিটেজ ভবন তৈরি হবে এবং নতুন করে সংস্কার করে তা আবার নতুন করে আত্মপ্রকাশ ঘটবে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*