DYFI এর ' জেলা পরিষদ চলো' কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি, হুগলি: সোমবার হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ায় DYFI এর ডাকে 'জেলা পরিষদ চলো' কর্মসূচি করা হয়। এই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সাহা সহ DYFI এর সমস্ত কার্যকর্তা, কর্মী, সদস্য সহ অন্যান্য সমর্থকরা। 


ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ( DYFI) ( হুগলি জেলা কমিটি) কয়েকটি বিষয় নিয়ে সোচ্চার হয়ে ওঠে। তাদের সোচ্চারের বিষয়গুলো ছিল: ১) শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, ২) অবিলম্বে দূর্নীতিগ্রস্ত জেলা কর্মাধ্যক্ষের পদত্যাগ চাওয়া, ৩) ১০০ দিনের কাজে দূর্নীতি বন্ধ করা, ৪) লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষের পঞ্চায়েত গড়ে তোলা। 


চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে এসে জমায়েত হয় DYFI এর সমস্ত কার্যকর্তা, কর্মী ও সমর্থকরা। তারা জেলা পরিষদে গিয়ে ডেপুটেশন দেবে বলে জমায়েত হয়। তারা ডেপুটেশন জমা দেওয়ার জন্য জেলা পরিষদের দিকে এগোতে লাগলে বিশাল পুলিশ বাহিনী তাদের জেলা পরিষদের দিকে এগোতে বাধা দেয়। তারপর শুরু হয় DYFI এর সকল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্থাধস্তি। তাদের মধ্যে ধস্থাধস্তির পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পুলিশের দেওয়া ব্যারিগেট পর্যন্ত ভাঙচুরের অবস্থায় চলে আসে। এই বিশাল অগ্নিগর্ভা পরিস্থিতিতে DYFI কর্মী অসুস্থ হয়ে পড়ে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*