DYFI এর ' জেলা পরিষদ চলো' কর্মসূচি
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ( DYFI) ( হুগলি জেলা কমিটি) কয়েকটি বিষয় নিয়ে সোচ্চার হয়ে ওঠে। তাদের সোচ্চারের বিষয়গুলো ছিল: ১) শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, ২) অবিলম্বে দূর্নীতিগ্রস্ত জেলা কর্মাধ্যক্ষের পদত্যাগ চাওয়া, ৩) ১০০ দিনের কাজে দূর্নীতি বন্ধ করা, ৪) লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষের পঞ্চায়েত গড়ে তোলা।
চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে এসে জমায়েত হয় DYFI এর সমস্ত কার্যকর্তা, কর্মী ও সমর্থকরা। তারা জেলা পরিষদে গিয়ে ডেপুটেশন দেবে বলে জমায়েত হয়। তারা ডেপুটেশন জমা দেওয়ার জন্য জেলা পরিষদের দিকে এগোতে লাগলে বিশাল পুলিশ বাহিনী তাদের জেলা পরিষদের দিকে এগোতে বাধা দেয়। তারপর শুরু হয় DYFI এর সকল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্থাধস্তি। তাদের মধ্যে ধস্থাধস্তির পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পুলিশের দেওয়া ব্যারিগেট পর্যন্ত ভাঙচুরের অবস্থায় চলে আসে। এই বিশাল অগ্নিগর্ভা পরিস্থিতিতে DYFI কর্মী অসুস্থ হয়ে পড়ে।
Comments
Post a Comment