বিনা অক্সিজেনে পিয়ালী বসাকের পর্বত অভিযান
সুফল চন্দ, হুগলি: পর্বত আরোহী পিয়ালী বসাক সাহসী মানসিকতা নিয়ে বিনা অক্সিজেনে অন্নপূর্ণা ১ ( ২৬৫৪৫ ফুট) ও মাকালু ( ২৭৮২৫ ফূট) এই দুই পর্বত অভিযান করতে চলেছে।
বৃহস্পতিবার হুগলি জেলার অন্তর্গত চন্দননগর স্টেশন থেকে রক্সৌল মিথিলা এক্সপ্রেসে করে যাত্রা শুরু করেন। পৃথিবীর দশম ও পঞ্চম উচ্চতম শৃঙ্গ বিনা অক্সিজেনে আরোহণ পর্বতআরোহী পিয়ালী বসাকের কাছে এক চ্যালেঞ্জ। এইদিনে পর্বতআরোহী পিয়ালী বসাকের মা স্বপ্না বসাক ও পিয়ালী বসাকের শুভাকাঙ্ক্ষীরা চন্দননগর স্টেশনে তাকে ছাড়ার জন্য আসেন।
এই দিন পিয়ালী বসাক জানান, প্রতিটি মানুষের ভালোবাসা ও সহযোগীতা আছে তার ফলে এই অভিযান সফল হবে। এই পর্বত অভিযানের মোট খরচ ৩১ লাখ টাকা, যার মধ্যে মোট ৩ লাখ টাকা হয়েছে। তিনি এ কথাও জানান , রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং তারা আস্বাস দিয়েছেন ।
পিয়ালী বসাকের মা স্বপ্না বসাকের কাছে তার মেয়ে ( পিয়ালী বসাক) এর পর্বত অভিযান নিয়ে কথা বলায় তিনি বলেন পিয়ালীর জন্ম পাহাড়ের জন্য। জন্ম, ধর্ম, কর্ম সবই পাহাড়ের জন্য।
পিয়ালী বসাক তার অভিযান সফল হওয়ার জন্য বড়োদের আশীর্বাদ নেন এবং মানুষদের ভালোবাসা নিয়ে অভিযান শুরু করেন।
Comments
Post a Comment