সেলুট তিরাঙ্গার উদ্যোগে অনুষ্ঠিত হলো 'প্রথম রাজ্য কনফারেন্স'




সুফল চন্দ, হাওড়া : রবিবার হাওড়ার শরৎ সদনে সেলুট তিরঙ্গার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো 'প্রথম রাজ্য কনফারেন্স'। এই অনুষ্ঠানে সেলুট তিরঙ্গার পক্ষ থেকে খ্যাতনাম ৫ জন বিশিষ্ট ব্যাক্তিদের সন্মানীত করা হয়। 


সেলুট তিরঙ্গার পরিচালিত এই 'প্রথম রাজ্য কনফারেন্স'এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ ঝা ( ন্যাশনাল প্রেসিডেন্ট), সুবীর নাগ( ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট), মালা আচার্য ( স্টেট প্রেসিডেন্ট) এবং সেলুট তিরঙ্গার বিভিন্ন কর্মকর্তারা , বিভিন্ন জেলার প্রেসিডেন্টরা। এই অনুষ্ঠানের মাধ্যমে 'বঙ্গীয় তিরঙ্গা সম্মান' ৫ জন বিশিষ্ট ব্যাক্তিদের হাতে তুলে দেওয়া হয়। 


বঙ্গীয় তিরঙ্গা সম্মানে ভূষিত হয়েছেন কবি অরুন চক্রবর্তী, আইএম অতনু লাহিড়ী, কাজী মাসুম আক্তার, অম্লান কুসুম ঘোষ ( ফিল্ম মেকার),মঙ্গলকান্ত রায় ( পদ্মশ্রী প্রাপ্ত) ।


এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা 'লাল পাহাড়ির দেশে যা' গানে নৃত্য করে এবং রবীন্দ্রনাথের কবিতা ও পাঠ করা হয় এ অনুষ্ঠানের মধ্যে। এই অনুষ্ঠানের শেষে জেলা প্রেসিডেন্টদের সম্মানিত করা হয় এবং প্রতিটি জনের হাতে ভারতবর্ষের গর্ব পতাকা তুলে দেওয়া হয়। তারপর তিরঙ্গা গানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*