'মাস্টারদা' স্মরণে শ্রীরামপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড


 সুফল চন্দ, হুগলি , ২২ শে মার্চ ২০২৩ : শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শ্রীরামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা দাস এবং ২৫ নম্বর ওয়ার্ডের জনসাধারণ মাস্টারদা সূর্যসেনের ১২৯ তম জন্মদিন উদযাপন করলো মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তি উন্মোচন করে। ২৫ নম্বর ওয়ার্ডের মহেশ কলোনি কালিতলা প্রাঙ্গণে আবক্ষ সূর্য সেন এর মূর্তি স্থাপন করে তার ১২৯ তম জন্মদিন উপলক্ষে উদ্বোধন হয়।

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা, সি আই সি সদস্য গৌরমোহন দে, তিয়াসা মুখার্জি ,পিন্টু নাগ, শ্রীরামপুর পৌরসভার পৌর সদস্য অসীম পণ্ডিত, পল্লবী ঘোষ, ঝুমা শীল, বেবী দে, চিনু দাস , ঝুম মুখার্জি, পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব সহ বিএসএফ কমান্ডো। সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করেছেন শ্রীরামপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা দাস। শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তি উদ্বোধন করলেন।

এই মূর্তি উন্মোচনের প্রাক্কালে ২৫ নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ জায়গা জুড়ে র‍্যালি হয়, এই রেলি তে এই ওয়ার্ডের কাউন্সিলর সহ জনসাধারণের উপস্থিত ছিল। রেলি হওয়ার পর মূর্তি উন্মোচনের অনুষ্ঠান হয়। আগত সমস্ত অতিথিদের বরণ করে সংবর্ধনা দেওয়া হয়। তারপর মাস্টারদা সূর্যসেনের স্মৃতির উদ্দেশ্যে বক্তব্য রাখা হয়। এই অনুষ্ঠান সম্পর্কে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা জানান শ্রীরামপুর এক ঐতিহাসিক জায়গা শুধুমাত্র পৌরাণিক ইতিহাস বললেই চলবে না বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর অবদান কম নয়। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা দাস জানান এই কর্মসূচি বহুদিন আগে থেকে নেওয়া ছিল কিন্তু মধ্যবর্তী সময় কোভিড থাকার কারণে এই কর্মসূচি সফল হয়নি তাই 22 শে মার্চ মাস্টারদা সূর্যসেনের ১২৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*