২২ গজের সুপারহিরো রিয়েল লাইফেও হিরো, বাঁচালেন এক ব্যক্তির প্রাণ*
*২২ গজের সুপারহিরো রিয়েল লাইফেও হিরো, বাঁচালেন এক ব্যক্তির প্রাণ*
খবর দিনভোর,সজল দাশগুপ্ত:ক্রিকেট মাঠে বারংবার দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের হৃদয় জিতলেন মহম্মদ সামি। বিশ্বকাপেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত
তবে শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলেননি । হার্দিক পান্ডিয়ার চোটের কারণে একাদশে ফেরেন। দলে ফিরবার পর দুর্দান্ত পারফরম্যান্স। ফাইনালেও অল্প রানের পুঁজি নিয়ে জাগিয়েছিলেন সামি।যদিও বিশ্বকাপ জেতা হয়নি। তবে বিশ্বকাপের জেতা হয়নি ঠিকই সকলের হৃদয় জিতে নিয়েছেন।ক্রিকেট প্রেমীরা বলছেন, একটাই তো হৃদয়, কতবার জিতবেন?
গত বছর ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। প্রত্যক্ষদর্শীদের অনেকেই ব্যস্ত ছিলেন ঋষভের দামি জিনিসপত্র চুরি করতে। সকলে কিন্তু সমান হয় না, মানবতা বেঁচে রয়েছে তাই এই পৃথিবী এখনো সুন্দর। তাদের মধ্য় থেকেই দু-জন খুব তাড়াতাড়ি ঋষভকে হাসপাতালে নিয়ে যায়। তারা চিনতেনও না ঋষভকে। অচেনা মানুষের বিপদ দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। দিতে যায় মানবতা, ঋষভ এখন মাঠেও ফিরতে প্রস্তুত।
মহম্মদ সামির চোখের সামনে এমনই একটা দুর্ঘটনা ঘটে। বিশ্বকাপ শেষে বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। অনেকেই ছুটি উপভোগ করছেন। পাহাড়ে বেরাতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন সামি। সেখানেই তিনি জানিয়েছেন- এই ব্যক্তি ভাগ্যবাণ। দ্বিতীয় বার জীবন পেল। নৈনিতালের কাছে হিল রোড থেকে ওর গাড়ি নিচে পড়ে গিয়েছিল। আমার গাড়ির সামনেই এই ঘটনা। আমরা ওকে দ্রুত গাড়ি থেকে সুরক্ষিত ভাবে বের করতে পেরেছি।ভিডিয়োতে দেখতে পাওয়া গেছে সেই ব্যক্তির প্রাথমিক চিকিত্সাও করছেন সামি। ভিডিওটি রীতিমত ভাইরাল, এই ভিডিয়োর পোস্টে একের পর কমেন্টের ফুলঝুরি। প্রত্যেকেই মানবতার জন্য সাবাশি দিচ্ছেন সামিকে। তবে শুধু নিজের ক্ষেত্রে নয়, এ ভাবেই সকলে যেন পরস্পরের পাশে দাঁড়ায়, এমন বার্তাও দিয়েছেন সামি।
Comments
Post a Comment