আবারো আজি বধ, সিরিজে ২ -০ তে এগিয়ে ভারত

 


আবারো আজি বধ, সিরিজে ২ -০ তে এগিয়ে ভারত


খবর দিনভোর, সজল দাশগুপ্ত:- একদিনের বিশ্বকাপের ফাইনালে  হারের বদলা ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ী হওয়ার পর আবারো  সূর্য কুমারের নেতৃত্বে টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে দুই উইকেটে জয়ী হবার পর রবিবার তিরুবন্তপূরমে দ্বিতীয় টি-২০ ম্যাচেও স্টিভ স্মিথ,ম্যাথু ওয়েডদের একবারে হেলায় হারিয়ে দিল রিঙ্কু সিংরা। এদিন জসস্বী জসওয়াল,রিতুরাজ গাইকোয়াড,ঈশান কিষানের মারকুটে অর্ধশতরান , বিশেষ সংযোজন  শেষে মাত্র ৯ বলে রিঙ্কু সিংএর ৩২ রান। যার  সুবাদে ভারত ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩৫ রানের বিশাল স্কোর খাড়া করে। ২৩৬ রান করলে জিততে হবে এই পরিস্থিতিতে  ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে অজিরা।স্টোয়াইন্স টিম ডেভিড ও ম্যাথু ওয়েড ছাড়া কোনো ব্যাটারই ভারতীয় বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি।শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১রান তোলে। ভারত ৪৪ রানে জিতে  নেয় ম্যাচ, সিরিজে ২-০তে এগিয়ে গেল। আগামী ২৮শে নভেম্বর  রয়েছে তৃতীয় টি-২০ ম্যাচে। মুখোমুখি হবে এই দুই দেশ। ওই ম্যাচটি জিতলেই সিরিজ জিতবে ভারত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হারে কিছুটা হয়তো প্রলেপ দিতে পারবে সূর্য কুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম