*উত্তরের পাহাড় থেকে সমতল শীতের আমেজ*


 *উত্তরের পাহাড় থেকে সমতল শীতের আমেজ*

খবর দিনভোর, সজল দাশগুপ্ত:উত্তরে শীতের আমেজ, ইতিমধ্যেই উত্তরে বইছে মনোরম আবহাওয়া। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। অপরদিকে শৈলশহর দার্জিলিংয়ের ওয়েদার দুর্দান্ত, ১০ থেকে ১১ ডিগ্রীর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে।। দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। অপরদিকে আরেক পাহাড়ি শহর কালিম্পং এর আবহাওয়া দুর্দান্ত। ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে। ডুয়ার্স জুড়েও শীতের আমেজ, তাপমাত্রার পতন ঘটছে। অপরদিকে আবার কোচবিহারে ও তাপমাত্রা ক্রমশ কমছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রীর আশেপাশে ঘোরাফেরা করছে। শিলিগুড়ির প্রতিবেশী শহর জলপাইগুড়িতে তাপমাত্রা কমছে। অপরদিকে ইসলামপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের আবহাওয়া দুর্দান্ত, পাহাড় থেকে সমতল সব জায়গায় শীতের আমেজ। পাহাড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা, দার্জিলিঙে গিয়ে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারছেন। কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পেয়ে পর্যটকদের মধ্যে খুশির হাওয়া। অপরদিকে পর্যটকদের আগমনে পর্যটন ব্যবসায়ীরা রীতিমতো খুশি বাড়ছে পর্যটন ব্যবসা।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*