ট্রাভিস হেডের দুরন্ত পারফরমেন্সে বিশ্বকাপ হাতছাড়া ভারতের


 *ট্রাভিস হেডের দুরন্ত পারফরমেন্সে বিশ্বকাপ হাতছাড়া ভারতের* 


খবর দিনভোর, নিউজ ডেস্ক : ট্রাভিস হেডের  শতরানে বিশ্বকাপে হেরে গেল ভারত। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই বিশ্বকাপ রবিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচটি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘ অনেক বছর পর হয় । প্রথমে টসে জিতেই অস্ট্রেলিয়া  ফিল্ডিংয় নেয়  এবং ভারত ব্যাটিংয়ে নামে। খেলার প্রথমেই দুর্ধর্ষ খেলোয়াড়ের পরিচয় দেয় রোহিত শর্মা। রোহিত শর্মা ৪৭  রানে আউট হন। কিন্তু গিল মাত্র ৪ রান করে। বিরাট কোহলি ৫৪ রান করে আউট হন। প্রথমে ব্যাটিং করতে এসে ভারত রান  ২৪০ রান করে অলআউট হয়  আর অস্ট্রেলিয়া কে জিতে গেলে ২৪১ রানের দরকার হয়। 


অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে এবং পরপরই তিনটে উইকেট পড়ে যায় , তাতে  চ্যাম্পিয়ন হওয়ার ভরসা পায় ভারত। কিন্তু ট্রাভিস হেডের দুর্দান্ত খেলোতে বাজিমাত করল অস্ট্রেলিয়া । একাই টি হেড ১৩৭ রান উপহার দিল দলকে। তার দুর্ধর্ষ ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন না হতে পেরে টিম ইন্ডিয়ার সাথে সাথে গোটা ভারতবর্ষের ইন্ডিয়ার সমর্থকরা হতাশা হয়। তবে খেলার প্লেয়ার অফ দি টুর্নামেন্ট হলেন বিরাট কোহলি।



Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম