অষ্টমীতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জনজোয়ার


 *অষ্টমীতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন জোয়ার*  


খবর দিনভোর, সুফল চন্দ, হুগলি: চন্দননগরের শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো। এই পুজো বিশ্বখ্যাত। প্রতিমার পাশাপাশি চন্দননগরের লাইটিং বিশ্ববিখ্যাত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা চন্দননগরে আসে প্রতিমা এবং লাইটিং উপভোগ করতে। সোমবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো করল অষ্টমীতে। অষ্টমীর সন্ধ্যায় চন্দননগরে প্রতিমা এবং লাইটিং দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এক কথায় বলা যায় চন্দননগরে যেন জনজোয়ার সৃষ্টি হয়েছে। যেহেতু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত সেই দিক থেকে বিচার করে হুগলি পুলিশ প্রশাসন ছিল তৎপর। দেখা গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের সমস্ত গাইড নিয়ম অনুযায়ী পুলিশ প্রশাসন কাজ করে চলেছে। দমকল থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগ বেশ সক্রিয়। চন্দননগরের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে পুলিশের সহায়তা ক্যাম্প। পুরো স্টেশন চত্তর জুড়ে যেন বিশাল নিরাপত্তার মোতায়ন করেছে পুলিশ। যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা আসে চন্দননগরে পূজা দেখতে তাই স্টেশন চত্বরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ থাকে এবং তার সাথে সাথে বসে পুলিশের সহায়তা ক্যাম্প। সবদিক দিয়ে বিচার করলে দেখা যাবে কেবলমাত্র শুধু অষ্টমীর জন্যই নয় পঞ্চমী থেকে নিরঞ্জন পর্যন্ত পুলিশ প্রশাসন সক্রিয় থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আছে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*