*নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মা নিরঞ্জনের পথে*


 *নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মা নিরঞ্জনের পথে*

খবর দিনভোর, বিনয় প্রকাশ, নদীয়া:জগদ্ধাত্রী পুজোর জোয়ারে ভিজে গেল নদিয়ার কৃষ্ণনগর। এ বছর জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগর শহরের কেন্দ্রস্থলে প্রায় বিপুল মানুষের ভিড় দেখা গিয়েছে। এদিন ঘাট বিসর্জন উপলক্ষেও কোনো ত্রুটি দেখা যায়নি। বিকেল ঘনিয়ে আসতেই শহরের কেন্দ্রস্থলে জড়ো হতে থাকে অসংখ্য উৎসাহী মানুষ। সেই সঙ্গে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে নিরঞ্জন ঘাটের দিকে অগ্রসর হতে থাকে পূজা বারোয়ারি কমিটিগুলো।

জগদ্ধাত্রী পূজা ঘাট বিসর্জন শোভাযাত্রা প্রাচীনকাল থেকেই কৃষ্ণনগরের একটি প্রাচীন ঐতিহ্য। এর পরিপ্রেক্ষিতে প্রতি বছরের মতো এ বছরও স্থানীয় পূজা বারোয়ারি কমিটির সদস্যরা বুধবার বেলা ১২টায় সাজে ঘাট বিসর্জন শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া দূর-দূরান্ত থেকে উত্সাহী দর্শকদের মিছিলে যোগ দিতে দেখা যায়। প্রশাসনের নির্দেশে মিছিলটি শহরের নির্ধারিত পথ প্রদক্ষিণ করে জলঙ্গী নদীর দিকে অগ্রসর হয়।

এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কৃষ্ণনগর শহরকে পুলিশ প্রশাসনের নিরাপত্তায় নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এদিন শহরের ভেতরে যানবাহন চলাচল বন্ধ ছিল। এছাড়া নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলও সম্পূর্ণ বন্ধ ছিল। এক কথায় জগদ্ধাত্রী পূজা শোভাযাত্রা ও সং যাত্রাকে ঘিরে নিরাপত্তায় মোড়ানো ছিল গোটা শহর

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*